আগামী ৩ থেকে ৫ জুলাই তিনি কলকাতায় থাকবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এর মধ্যেই ঢাকাও ঘুরে যাবেন তিনি।
আগেই মার্তিনেজের সফর কথা জানা গিয়েছিল। এবার ফেসবুকে সেই কথাই মনে করালেন গোলপোস্ট আগলে রাখা মার্তিনেজ।
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার ব্যাপারে যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। মার্তিনেজ ঢাকায় আসছেন সম্পূর্ণ নিজের আগ্রহেই। তার ইচ্ছাতেই শতদ্রু সফরসূচিতে ঢাকাও যোগ করেন।