বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া’র বনভোজন

0

সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় কার্স বুশ পার্কে দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি ছিল সকাল ও বিকেলের চাসহ দুপুরে মজাদার খাবার।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার মুন্নি সবাইকে বিজয়ের ও নুতন বছরের শুভেচ্ছাসহ বনভোজনে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।

বিকেলে বিনোদনের জন্য ছিল গান বাজনা, কবিতা আবৃত্তিসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিকেলের চা পরিবেশনের পর বিকেলে বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয়। খেলাধুলার পুরস্কার স্পন্সর করেন বনভোজনের কনভেনর সাজেদা স্বপ্না। খাবার রান্না ও সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন কাজী শামসুল আলম।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার এবারের বনভোজন ছিল শুধুমাত্র সদস্য ও তাদের পরিবারের জন্য। এই বনভোজনের জন্য কোনো সাধারণ সদস্যদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি। ক্লাবের নিজস্ব ফান্ড থেকে এই বনভোজনের সকল ব্যয় করা হয়। তবে এক্সিকিউটিভ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পণ্য সামগ্রী দিয়ে বনভোজনকে আরও সুন্দরভাবে করার সহযোগিতা করেন।

বিভিন্নভাবে এই বনভোজনকে সফল করে তুলতে সহযোগিতা করেন আবু রেজা আরেফিন, নাইম আব্দুল্লাহ ও শাখাওয়াত হোসাইন বাবু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here