গত ২৪ অক্টোবর সিডনির মিন্টোস্থ মেজবানি রেস্টুরেন্টে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শিরীন আখতার মুন্নীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি রাহেলা আরেফিন। সভায় বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত গত ১৪ অক্টোবর মীনা বাজার সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য সভাপতি কার্যনির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
সভায় বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ডা. নাজমুন নাহার, ডা. শায়লা ইসলাম, ডা. ফাহিমা সাত্তার, নুসরাত জাহান স্মৃতি, সাজেদা হাসনা স্বপ্না, নায়লা রহমান, কামরুন চৌধূরী, ফারজানা আহমেদ ও মাহিরা পারভীন উপস্থিত ছিলেন।
রাতের খাবারের পর বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।