বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

0
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

চট্টগ্রাম ভাটিয়ারাস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে অত্যন্ত মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং পরে কৃতী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।

বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের কাঁধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো।’ তিনি একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন। একই সঙ্গে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপস্থাপনের জন্য একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জেসিও, এনসিও, সৈনিক ও অসামরিক সদস্যদের ধন্যবাদ জানান।

কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এদিন ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। নতুন সেনা কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন মহিলা অফিসার রয়েছেন।

এবারের কুচকাওয়াজে ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। সামরিক বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য তিনি ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’-ও লাভ করেন।

শপথ গ্রহণ শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং নতুন অফিসারদের মা-বাবা ও অভিভাবকরা তাদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন—যা পুরো একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বিএমএ কমান্ড্যান্ট। উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, নবীন অফিসারদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা এ বর্ণাঢ্য অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here