আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। এতে অংশ নিবে বাংলাদেশ, মালয়েশিয়া ও আজারবাইজান। সিরিজের প্রথম ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
আগামীকাল সন্ধ্যা ৭টায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
এরপর ২৯ নভেম্বর মালয়েশিয়া ও আজারবাইজানের মধ্যে মুখোমুখি লড়াই হবে। ২ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ, যেখানে বাংলাদেশের মেয়েরা খেলবে ইউরোপের দেশ আজারবাইজানের বিপক্ষে। এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ নারী দলের জন্য প্রথমবার কোনো ইউরোপীয় দেশের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, ‘সিরিজে আমরা দারুণ কিছু করার প্রত্যয় নিয়ে খেলব।’

