বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নিউজ টোয়েন্টিফোরের পর্দায়

0

বিশ্বকাপের প্রাক বাছাইপর্ব রাউন্ডের দ্বিতীয় লেগের খেলায় আগামী ১৭ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে যা সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র খেলাভিত্তিক চ্যানেল টি স্পোর্টস ও নিউজ টোয়েন্টিফোর।  

গত মাসেই আন্তর্জাতিক অভিষেক হয় বসুন্ধরা কিংস অ্যারেনা। যেখানে আফগানিস্তানের বিপক্ষে দুটি  ম্যাচ ড্র করেন জামাল ভূঁইয়ারা। মূল বাছাইপর্বে খেলতে হলে ঘরের মাঠে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

এদিকে, ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে হলে প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল ও বসুন্ধরা (আবাসিক) শাখা থেকে টিকিট সংগ্রহ করতে হবে দর্শকদের। ভিআইপি ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ক্যাটাগরি টু ১০০ টাকা ও ক্যাটাগরি ওয়ানের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here