বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সহযোগিতার অঙ্গীকার

0
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সহযোগিতার অঙ্গীকার

মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হাইদার আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের শিক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। আলোচনায় তারা দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। 

মালদ্বীপের মন্ত্রী ড. আলী হাইদার আহমেদ বাংলাদেশের শিক্ষাখাতে অবদান ও অগ্রগতির প্রশংসা করেন এবং কয়েকটি সহযোগিতার ক্ষেত্র তুলে ধরেন। যেমন— মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের শিক্ষা সুযোগ তুলে ধরতে শিক্ষার্থী মেলা ও শিক্ষা প্রদর্শনী আয়োজন; মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপন করা; মালদ্বীপের চিকিৎসা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো এবং প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ নেওয়া।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম পুনরায় নিশ্চিত করেন যে, বাংলাদেশ আঞ্চলিকভাবে উচ্চশিক্ষার একটি নেতৃস্থানীয় গন্তব্য হতে পারে। এই লক্ষ্যে বাংলাদেশ পারস্পরিক স্বার্থ, আস্থা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে মালদ্বীপের সঙ্গে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত জানান তিনি। 

হাইকমিশনার আরও বলেন, অতিথিসেবা ও পর্যটন ব্যবস্থাপনায় মালদ্বীপের বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক হবে। উভয়পক্ষ বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন, যাতে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়।  

সাক্ষাতে তারা উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানুষে-মানুষে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপের টেকসই অগ্রগতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here