বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত

0
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৫ আজ বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর বাস্কেটবল মাঠে সফলভাবে সমাপ্ত হয়েছে। 

প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩২-২২ পয়েন্টে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলকে পরাজিত করে বিজয়ী হয়।

বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলের এলএসি আমিনুল মোন্নাকে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ফ্লাইট লেফটেন্যান্ট খন্দকার ইমামুর রহমানকে উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক, কর্মকর্তাবৃন্দ, বিমানসেনা এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।

১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৭ টি দল অংশগ্রহণ করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here