ইংলিশদের সাথে টাইগারদের লড়াইয়ে ওয়ানডে পরিসংখ্যানে বেশ এগিয়ে ইংল্যান্ড। তবে ব্যাটার ও বোলারদের লড়াইয়ে আবার এগিয়ে বাংলাদেশ ক্রিকেটাররা।
টাইগার শিবিরে আছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ। যাদের অভিজ্ঞতাতেই দুলছে বাংলাদেশের ভরসার পাল।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবগুলো জয়ই এসেছে ২০১০ সালের পর। শেষটা মিরপুরে। সিরিজ হারলেও ২০১৬-এর সেই জয় এবারের আত্মবিশ্বাস।
দুই দলের লড়াইয়ে সর্বাধিক রানের তালিকায় আধিপত্য টাইগার ব্যাটারদের। সেরা সাতের ৫ জনই টাইগার ব্যাটার। এই সিরিজেও আছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।