বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের জন্মদিনে মিলনমেলা

0

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক প্রখ্যাত সাংবাদিক নঈম নিজামের জন্মদিনকে কেন্দ্র করে মিলনমেলায় পরিণত হয়েছিল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়। 

রবিবার (৫ নভেম্বর) সকাল থেকেই ভিড় করতে থাকেন তার জন্মস্থান দক্ষিণ কুমিল্লা তথা নাঙ্গলকোটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংবাদপত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গসহ নঈম নিজামের ভক্ত ও অনুসারীরাও ভিড় করতে থাকেন অফিসে। কেক কেটে, ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদককে। শুভেচ্ছা জানানো হয় বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকেও।

ঢাকাস্থ নাঙ্গলকোটবাসীর পক্ষ থেকে ফুল ও কেক নিয়ে হাজির হন তার ভক্ত ও সমর্থকরা। এ সময় আল মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, ইস্ট ওয়েস্ট প্যারাডাইস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ নবী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক, ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য দিদারুল ইসলাম দিদার, তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ফুয়াদ আদনান বিন জামাল, ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নাল আবেদীন রাসেল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মাদরাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন মিঠু, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামির সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here