নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী নয় বাংলাদেশ। এ কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় আলোচনায় এসেছে বাংলাদেশি আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের বিশ্বকাপে দায়িত্ব পালন করা নিয়ে।
বিশ্বকাপে আম্পায়ারিং করার কথা রয়েছে আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকতের। তবে যেখানে বাংলাদেশ দল ভারতে যেতে চাচ্ছে না, সেখানে একজন বাংলাদেশি আম্পায়ার হিসেবে তার ভারতে যাওয়া কতটা যৌক্তিক এ প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে আলোচনা।
সৈকত আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। ফলে তার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের ওপর। একই সঙ্গে ব্যক্তিগতভাবেও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে তার। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের সদস্য হওয়ায় এই বিষয়ে বিসিবির কোনো সরাসরি ভূমিকা নেই।
সূত্র আরও জানায়, সৈকত নিশ্চিতভাবেই বিশ্বকাপে আম্পায়ারিংয়ের জন্য বিবেচনায় রয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি ভারতে যাবেন কি না, তা নির্ভর করবে আইসিসি ও তার নিজস্ব সিদ্ধান্তের ওপর। বিসিবির পক্ষ থেকে সরাসরি তাকে ভারতে না যাওয়ার পরামর্শ দেওয়ার সুযোগ নেই।
সৈকত ছাড়াও এবারের বিশ্বকাপে আরেক বাংলাদেশি আম্পায়ারের দায়িত্ব পালনের সম্ভাবনা ছিল। কিন্তু বিসিবি ভারত সফরে ক্রিকেটারদের না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় ওই আম্পায়ারকেও পাঠানো হচ্ছে না। তবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলে তাকে সেখানে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

