ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বেঁধে দেওয়া সময়সীমাকে সরাসরি প্রত্যাখ্যান করল বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে সংস্থাটি, সেটি মনে করিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ক্রিকেটার, বিসিবি এবং সরকারের নীতিনির্ধারকদের মধ্যকার দীর্ঘ বৈঠকের পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবি ও সরকার সাফ জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ; পরিবর্তে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিতেই অনড় অবস্থানে তারা।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, আইসিসি আমাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও একটি বৈশ্বিক সংস্থা আসলে এমনটি করতে পারে না। আমরা আবারও আমাদের পরিকল্পনা (শ্রীলঙ্কায় খেলা) নিয়ে আইসিসির কাছে যাব।
আইসিসিকে বড় ধরনের আর্থিক ক্ষতির কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ না খেললে আইসিসি ২০ কোটি (২০০ মিলিয়ন) দর্শক হারাবে। ক্ষতিটা আইসিসিরই হবে।
এ ছাড়া শ্রীলঙ্কাকে সহ-আয়োজক হিসেবে মানতে নারাজ বিসিবি সভাপতি। তিনি একে ‘হাইব্রিড মডেল’ হিসেবে উল্লেখ করে আইসিসি সভায় শোনা কিছু বক্তব্যে নিজের বিস্ময় প্রকাশ করেন।
এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতকে এড়িয়ে চলার সিদ্ধান্তটি রাষ্ট্রের। তিনি বলেন, আমরা এখনো আশাবাদী যে আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। ভারতকে এড়িয়ে চলার সিদ্ধান্তটি আমাদের সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে।
ক্রিকেটাররা খেলার ইচ্ছে প্রকাশ করলেও নিরাপত্তার প্রশ্নে সরকারের এই নীতিগত অবস্থানের কারণে তাদের দাবি শেষ পর্যন্ত গৃহীত হয়নি।
গতকাল বুধবার আইসিসি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা নাকচ করে দিয়ে জানিয়েছিল, নির্ধারিত সূচিতে ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে (সম্ভবত স্কটল্যান্ড) টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে।

