প্রবাসের বুকে উৎসবের আল্পনায় রাঙ্গিয়ে তুলুক অনাগত সব সম্ভাবনা। এই স্লোগানের সাথে লোকজ সুরের আবহের মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ১৪ বৈশাখ (২৭ এপ্রিল) পালিত হলো বৈশাখী বরণ উৎসব ১৪৩২ ও বৈশাখী মেলা।
স্থানীয় সময় রবিবার সকাল ১১টায় দূতাবাস প্রাঙ্গনে আয়োজন করা হয় বৈশাখী উৎসব ও মেলা। বর্ষবরণ অনুষ্ঠানে দূতাবাসে আগত প্রবাসীদের স্বাগত জানান দূতাবাসের প্রধান এস এম গোলাম সারোয়ার, চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা ও দূতাবাস কর্মকর্তারা। রাষ্ট্রদূত ড. মাহফুজুল হকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এর পর বৈশাখী মেলার ঐতিহ্যবাহী দেশীয় বর্তা, পান্তা ভাত, ইলিশ ভাজা, চটপটি, ফুসকা, ঝালমুড়ি সহ হরেক রকমের দেশীয় খাবারের পাশাপাশি নানান ধরনের মিষ্টান্ন ও দেশীয় পিঠার ২০টির ও বেশি স্টল পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
দিনব্যাপী দূতাবাস প্রাঙ্গনের বর্ষবরণ অনুষ্ঠানে শিশুদের চকলেট দৌড়, বিস্কুট খেলা, কুইচ প্রতিযোগিতা, ছড়া, পুরুষদের বল নিক্ষেপ, মহিলাদের বালিশ খেলা, প্রবাসী শিল্পীদের নৃত্য পরিবেশন এবং স্থানীয় ব্যান্ড দলের সংগীত অনুষ্ঠানসহ দিনব্যাপী ছিল জমকালো আয়োজন। অনুষ্ঠানে পর্তুগালের অন্তত পাঁচ শতাধিক পরিবারসহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী পরিবার-পরিজন নিয়ে নাচ, গান, খেলা, পিঠা-পায়েশ, ফটোসেশন আর সেলফিতে বাংলা নববর্ষকে ঘিরে পুরনো দুঃখ-গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা।
এতে অংশ নেয় পর্তুগাল প্রবাসী এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানান বয়সের প্রবাসী বাংলাদেশিরা।