সম্প্রতি বাংলাদেশ দলের হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রাখছেন মেহেদী হাসান মিরাজ। যে কারণে মিরাজকে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ভাবতে শুরু করেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একইসঙ্গে দলে রয়েছেন সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ অলরাউন্ডার।
শুধু বাংলাদেশ কেন, বিশ্বের যেকোনো দলে দু’জন সেরা মানের অলরাউন্ডার থাকা মানে বিশেষ কিছু। সাকিব-মিরাজের মতো অলরাউন্ডার দলে থাকায় তাই নির্ভার রয়েছেন কোচ হাথুরুসিংহে। সোমবার (৮ মে) প্রথম ওয়ানডের আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এসময় মিরাজকে জেনুইন অলরাউন্ডার হিসেবে অ্যাখ্যা দেন টাইগারদের এই মাস্টারমাইন্ড। দলে দুই অলরাউন্ডার থাকায় নিজেদের ভাগ্যবান বলেই দাবি করছেন হাথুরু।
ক্যারিয়ারের শুরু থেকে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি দ্যুতি ছড়িয়েছেন মিরাজ। তবে সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাট হাতেও নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। তাতে মিডল অর্ডারে মিরাজ ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন বলে মনে করছেন হাথুরু।
সাত নম্বর পজিশনের জন্য মিরাজের কথা উল্লেখ করে হাথুরু বলেন, ‘সাত নম্বরে খুব কম খেলোয়াড় খেলতে পারে। এই পজিশনে মাঝে মাঝে উইকেটে এসেই ১০ রান করতে হয়। আবার অনেকসময় পাঁচ উইকেট পড়ে গেলে হাল ধরতে হয়। মিরাজ ওই কাজটা শেষ কিছু সিরিজে খুব ভালো মতোই করেছে। সুতরাং এটা কোনো সমস্যা নয়।’