বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা

0

বাংলাদেশে এসে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে দলের সঙ্গে দেশে ফিরে এক রাতের মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন শেফিল্ডের এই তারকা মিডফিল্ডার। তবে যাওয়ার আগে জানিয়ে দিয়েছেন, জুনে আবারও বাংলাদেশে আসবেন তিনি।

বিমানবন্দরে পরিবারের সঙ্গে শেষবার দেখা করেন হামজা।

আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট, এরপর ওই ফ্লাইটেই পৌনে ১২টার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন। দেশ ছাড়ার আগে এক সংক্ষিপ্ত বার্তায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ধন্যবাদ সবাইকে। ইন শা আল্লাহ, জুনে আবারও আসব। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী দুটি বড় ম্যাচে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে।

ওই ম্যাচ খেলতে আবার বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায়। তবে স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলছে। এর পরবর্তী ম্যাচটি ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগে অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here