বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি গঠন

0

খেলাধুলা শরীর ও মনকে করে তুলে জাগ্রত। আর প্রবাসে কর্ম ব্যস্ততার মাঝে খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়া অনেকটা কষ্টের। তারপরও থেমে নেই পর্তুগালের প্রবাসী ক্রীড়াপ্রেমীরা। 

পর্তুগালের লিসবনে বুধবার বাঙ্গালী অধ্যুষিত বেনফরমোসোর স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে ক্রীড়া উন্নয়নের জন্য বিশেষ করে পর্তুগালের প্রবাসী এবং নতুন প্রজন্মের কাছে ক্রিকেট খেলাকে আরও জনপ্রিয় করে তুলে ধরার জন্য বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন এমদাদুর রহমান রায়হান, নোমান হোসাইন, রিয়াদ হোসাইন, শফি আহমেদ রনি, সাব্বির আহমেদ, জাহিদ হাসান, আল-আমিন, আকাশ, সুমন, রুবেল হাওলাদার, মামুন, জীবন, সাজ্জাদ হোসেন রবিন, শুভ্র দেব ও নাজমুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল ক্রিকেট খেলার পাশাপাশি দেশীয় সংস্কৃতির উন্নয়নে এবং পর্তুগালের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here