বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন

0
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝালকাঠির রাজাপুরের নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

জানা যায়, নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ছিলেন। একজন প্রবীণ রাজনীতিবিদ, আলেম ও সমাজনেতা হিসেবে তিনি দেশব্যাপী সুপরিচিত ছিলেন।

আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক গোরস্তানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here