বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র কার্যনির্বাহী কমিটি ঘোষণা

0

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হয়েছেন আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন এসএ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পি কুমার দাস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ের অভিজাত রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘরে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন আহ্বায়ক কমিটির প্রধান আমিনুল ইসলাম রতন ও সদস্য সচিব কায়সার হামিদ হান্নান।

এছাড়াও কমিটির প্রচার সম্পাদক দ্য নিউজ ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি সওকত হোসেন জনি ও দফতর সম্পাদক পিএইচডি গবেষক জিনাত এ. তাবাসসুমের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনকে তথ্যগত সহযোগিতার পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে কাজ করছে বলে জানান তারা। নবগঠিত কমিটির নেতারা আরও বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যায় কমিউনিটি প্রেসক্লাব পাশে থাকতে চায়। প্রবাসীদের সুখ, দুঃখের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন কাজ করে আসছে কমিউনিটি প্রেস ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here