বিশ্বব্যাপী ছোট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশের উইমেন্স সুপার লিগের (ডাব্লিউএসএল) বিনোদন পার্টনার হিসেবে ঘোষণা করেছে। চলতি মে মাস থেকে পর্দা উঠছে এই ফুটবল লিগের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কে স্পোর্টসের সহযোগিতায় দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের অফিসিয়াল পার্টনার হতে যাচ্ছে টিকটক।
দক্ষিণ এশিয়ার প্রথম এই নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ ‘উইমেন্স সুপার লিগ’ অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে। এই লিগে চারটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, আর প্রত্যেক ফ্রাঞ্চাইজিতে থাকবে ১৮ খেলোয়াড়, যার মধ্যে ১৩ জন দেশি ও বিদেশি খেলোয়াড় থাকবে পাঁচজন।