বাংলাদেশ ইস্যু, আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ

0
বাংলাদেশ ইস্যু, আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তার মতে, নিরাপত্তাজনিত অনিশ্চয়তার কারণে একটি ক্রিকেটপ্রেমী দেশ ক্রিকেট থেকে বঞ্চিত হচ্ছে, যা দুঃখজনক।

ইউসুফ বলেন, খুবই দুঃখজনক যে ক্রিকেটপ্রেমী একটি দেশ বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়ায় ক্রিকেট থেকে বঞ্চিত হচ্ছে। অতীতে যখন এ ধরনের সমস্যা দেখা দিয়েছিল, তখন নিরপেক্ষ ভেন্যু অনুমোদন দেওয়া হয়েছিল। দেশভেদে মানদণ্ড বদলানো যায় না।

তিনি আরও জোর দিয়ে বলেন, আইসিসির উচিত নিরপেক্ষ ও ন্যায্য ভূমিকা পালন করা, কোনো একক বোর্ডের স্বার্থ রক্ষা করা নয়।

ইউসুফের ভাষ্য, আইসিসিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মতো আচরণ করতে হবে, কোনো নির্দিষ্ট বোর্ডের প্রতিনিধি হিসেবে নয়। ন্যায্যতা ও একই মনোভব বজায় রাখাই বৈশ্বিক ক্রিকেটের ভিত্তি।

উল্লেখ্য, শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে আইসিসি ঘোষণা করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে আইসিসি জানায়, ভারতের ভেন্যু থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন খারিজ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here