বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

0
বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শেষ আন্তর্জাতিক প্রস্তুতিটা সেরে নিতে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সিরিজ এখন ১–১ সমতায়।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে সেরা একাদশ নিয়েই নামতে চায় বাংলাদেশ। তবে আগের ম্যাচের দল থেকে একটি পরিবর্তন হতে পারে। নুরুল হাসান সোহানের জায়গায় একাদশে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), বনেন কালিজ, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here