কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফিরেছে আফগানিস্তান। সদ্য সমাপ্ত সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে বাজিমাত করেছিল সফরকারীরা। এবার চূড়ান্ত হলো বাংলাদেশের আফগানিস্তান সফরের সূচি।
আগামী বছরের জুলাই-আগস্টে আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তবে আফগানিস্তানের নির্দিষ্ট কোনো হোম ভেন্যু নেই। তাই সিরিজটি হতে পারে ভারত কিংবা দুবাইয়ে। সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।