বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (বিএবি) এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। গত (শনিবার) ২০ ডিসেম্বর আপার মাউন্ট গ্র্যাভাট প্রোগ্রেস হলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিসবেনে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
আয়োজক কমিটি জানান, প্রতিবছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস পালিত হলেও, অস্ট্রেলিয়ায় কর্মদিবস হওয়ায় প্রবাসী কমিউনিটির বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে অনুষ্ঠানটি শনিবারে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অর্জিত ঐতিহাসিক বিজয় এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অপরিসীম আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, সাহস, ত্যাগ ও ঐক্যের গুরুত্ব নতুন প্রজন্মের বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের মাঝে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ভূমির অভিভাবক আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান জানানো হয়। বাংলাদেশি-অস্ট্রেলিয়ান তরুণ প্রজন্মের পরিবেশনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যা দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বহুসাংস্কৃতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।
এ সময় ১৯৭১ সালের শহীদদের স্মরণে এবং ১৪ ডিসেম্বর ২০২৫ এ বন্ডাই বিচে সংঘটিত শুটিংয়ের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা এবং বৃহত্তর কমিউনিটির প্রতি সংহতি প্রকাশ করা হয়।
সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে দেশপ্রেম ও জাতীয় চেতনার আবহ তৈরি করে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন-এর পক্ষ থেকে সফল আয়োজনের জন্য অতিথি, শিল্পী, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
৫৪তম বিজয় দিবস উদযাপনের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ ও বিকাশে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

