বাংলাদেশে ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের

0

পিঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই বাংলাদেশে ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। ৩১ মার্চ পর্যন্ত এ পিঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে দেশটির পিঁয়াজ ব্যবসায়ীদের। এ কথা জানিয়েছেন ভারতের ভোক্তাবিষয়ক সচিব রোহিত কুমার সিং। 

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে ৫০ হাজার টন, মরিশাসে ১ হাজার ২০০ টন, বাহরাইনে ৩ হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি।’ তিনি আরও জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এ পিঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এমন পরিস্থিতিতে ভারতের কাছ থেকে পিয়াঁজ চেয়ে আরজি জানায় একাধিক দেশ। তারই ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কেস-টু-কেস খতিয়ে দেখা হয়। এ ব্যাপারে সম্প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here