ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন, বাংলাদেশে গবাদিপশুর জাত উন্নয়ন, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও মাংস প্রক্রিয়াকরণে যাবতীয় সহযোগিতা করতে পাকিস্তান সরকার প্রস্তুত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলে পাকিস্তান সরকার যাবতীয় সহযোগিতা করবে।
বুধবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত খামারি সম্মেলনে এসব কথা বলেন পাকিস্তানের হাইকমিশনার।
অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি ও পশুপালন রীতি অনেকটা একই রকম। পাকিস্তান দুগ্ধজাত পণ্য প্রক্রিয়া, মাংস উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অনেক উন্নতি করেছে। বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করলে এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা করতে চায় পাকিস্তান।
তরিকুল ইসলাম তুরকির সভাপতিত্বে খামারি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।
খামারি সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এলডিডিপির প্রকল্প পরিচালক ড. মো. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আমিনুল হক, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।
সূত্র : বাসস।