বাংলাদেশে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

0
বাংলাদেশে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আরও কয়েক মাস বাকি। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

তবে এরই মধ্যে পুরো বিশ্বে বাজতে শুরু করেছে ফিফা বিশ্বকাপের দামামা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ঘিরে টিকিটের চাহিদা এখন তুঙ্গে। কোটি কোটি ফুটবলপ্রেমী গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে আছেন। তবে এই আকাশচুম্বী চাহিদার মধ্যেই দেশের ভক্তদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

রবিবার (১৮ জানুয়ারি) ফিফা কর্তৃক বরাদ্দকৃত টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে জানিয়েছে, ফিফার নির্দেশনা অনুযায়ী তারা নির্দিষ্ট ক্যাটাগরির দর্শকদের কাছে টিকিট সরবরাহ ও বিক্রি শুরু করছে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করতে আগ্রহীরা আবেদনের জন্য পাঁচদিন সময় পাবেন। আগামী ২২ জানুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত মতিঝিলস্থ বাফুফে ভবনের রিসিপশন থেকে ৫০০ টাকা (অফেরতযোগ্য) মূল্যের ফরম সংগ্রহ করে আবেদন জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি, এক কপি ছবি, ভিজিটিং কার্ড ও ব্যাংকে টাকা জমা দেওয়ার মূল রশিদ সংযুক্ত করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন। 

বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিফার কাছ থেকে বাফুফে মোট ৩৩০টি টিকিট বরাদ্দ পেয়েছে। এর মধ্যে গ্রুপ পর্বের জন্য রয়েছে ১৬২টি টিকিট। তালিকায় দেখা গেছে, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার তিনটি করে ম্যাচ রয়েছে। এছাড়া, নকআউট পর্বে সেরা বত্রিশের ৪৬টি, সেরা ষোলোর ৪৪টি, কোয়ার্টার ফাইনালের ৪৮টি ও সেমিফাইনালের ২০টি টিকিট বরাদ্দ আছে। তবে ফাইনাল ম্যাচের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১০টি টিকিট।   
 
ডলারপ্রতি ১২৫ টাকা বিনিময় হার ধরে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে বাড়তি ৫ শতাংশ সার্ভিস চার্জ যোগ করেছে ফেডারেশন। গ্রুপ পর্বের ম্যাচগুলোর (ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচসহ) ক্যাটাগরি-১ টিকিটের দাম পড়বে সর্বনিম্ন ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। আর ক্যাটাগরি-২ টিকিট ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ৯৮ হাজার ৫০০ টাকা। আর ক্যাটাগরি-৩ টিকিট ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে ৪৪ হাজার ৬২৫ টাকায় পাওয়া যাবে। 
 
সেরা ৩২ রাউন্ডের ম্যাচগুলোর ক্যাটাগরি-১ টিকিটের দাম ৬৯ হাজার ৬২৫ টাকা থেকে শুরু হয়ে ১ লাখ ৩ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হবে। ক্যাটাগরি-২ টিকিট পাওয়া যাবে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৯ হাজার ৩৭৫ টাকায়। আর ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য সর্বনিম্ন ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা। 
 
শেষ ষোলোর লড়াই দেখতে ক্যাটাগরি-১ টিকিটের জন্য খরচ করতে হবে ৮১ হাজার ৩৭৫ থেকে ১ লাখ ২৮ হাজার ৬২৫ টাকা। এছাড়া, ক্যাটাগরি-২ টিকিটের দাম ৬৭ হাজার ৬২৫ টাকা থেকে ১ লাখ ৩ হাজার টাকা। ক্যাটাগরি-৩ টিকিটের জন্য ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে ৪৭ হাজার ৮৭৫ টাকা খরচ করতে হবে।

কোয়ার্টার ফাইনালের ক্যাটাগরি-১ টিকিটের দাম সর্বনিম্ন ১ লাখ ৬৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার ১২৫ টাকা। ক্যাটাগরি-২ টিকিটের মূল্য ১ লাখ ১৬ হাজার ৮৭৫ টাকা থেকে ১ লাখ ৬০ হাজার ১২৫ টাকা। ক্যাটাগরি-৩ টিকিট পাওয়া যাবে ৭০ হাজার ২৫০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকায়। 
 
সেমিফাইনালের লড়াইয়ে ক্যাটাগরি-১ টিকিটের সর্বনিম্ন দাম ৩ লাখ ৯৯ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। তবে শেষ চারের ম্যাচগুলোর জন্য ক্যাটাগরি-২ ও ক্যাটাগরি-৩ টিকিট বরাদ্দ পায়নি বাফুফে। ফাইনাল ম্যাচের ক্যাটাগরি-১ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা। এছাড়া, ক্যাটাগরি-২ টিকিট পাওয়া যাবে ৭ লাখ ৩১ হাজার ৭৫০ টাকায়। তবে ক্যাটাগরি-৩ টিকিট টিকিট পায়নি বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here