বাংলাদেশে দুই ভাগে সিরিজ খেলবে আফগানিস্তান

0

বাংলাদেশ দল এখন আছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন তামিম ইকবালরা। এরপর আগামী জুনে বাংলাদেশে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। তিন ফরম্যাটেই তাদের সঙ্গে খেলবে বাংলাদেশ।

যদিও আফগানদের বিপক্ষে সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে জুনের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে তাদের। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দুই ভাগে হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। প্রথমে এসে একটি টেস্ট খেলে ভারতে যাবেন রশিদ খানরা। এরপর ফিরে এসে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ।

‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু মাঝে কোরবানির ঈদ আছে। তারা চেয়েছে এখানে একটা ফরম্যাট খেলে ভারত চলে যাবে। সেখানে ভারতের সঙ্গে একটা সিরিজ আছে। সেটা খেলার জন্য তারা চলে যাবে। এখানে একটা টেস্ট ম্যাচ হবে। এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে।’

দুই সিরিজের মাঝে খুব বেশি বিরতি থাকবে না বলে জানান জালাল। তিনি আরও বলেন, ‘আমরা মেনে নিয়েছি। কারণ আমাদের এখানেও ছুটি। কোরবানির ঈদের মধ্যে প্লেয়াররা ছুটিতে থাকবে। তাই এতে আমাদের কোনো আপত্তি ছিল না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here