স্বল্প ওষুধ প্রয়োগ এবং কম খরচে মানসম্মত চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে বাংলাদেশে কাজ শুরু করেছে মালয়েশিয়ার কোয়ালিটাস হেলথ কেয়ার বাংলাদেশ।
রাজধানীর বনানীতে কার্যক্রম শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে দেশের ৪০টি স্থানে মালয়েশিয়ার ফ্যামেলি কোয়ালিটাস হেলথ বাংলাদেশ তাদের কার্যক্রম পরিচালনা করবে। রবিবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডায়রেক্টর অ্যান্ড সিইও দাতো ডক্টর নুরুল আমিন বিন মোহাম্মদ ইসহাক এসব কথা বলেন।