বাংলাদেশে কোনো ধরনের সহিংসতাকে আমরা প্রশ্রয় দেই না: জাতিসংঘ

0

বাংলাদেশে আন্দোলনের নামে বিএনপির জ্বালাও-পোড়াও-হত্যাযজ্ঞ সম্পর্কে জাতিসংঘ বলেছে তারা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না। 

জাতীয় সংসদ নির্বাচন বর্জনের কর্মসূচি ঘোষণার পর গণতান্ত্রিক আন্দোলনের আড়ালে বিএনপি যে হত্যাযজ্ঞ -সহিংসতা চালিয়েছে তাকে কী জাতিসংঘ ‌’মানবাধিকার লংঘন’ হিসেবে মনে করে না?- এমন এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেই না, তা যারাই করুক না কেন।’

এসময় বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় বিএনপির সন্ত্রাসী আচরণের ব্যাপারে জাতিসংঘের অভিমত জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র বলেন, আমি মনে করছি আমাদের (জাতিসংঘের) আহ্বান এবং আমি যা বলেছি তার পুনরাবৃত্তি করবো, আমরা সকল রাজনৈতিক দলকে সব ধরনের সহিংসতা পরিহার করতে এবং মানবাধিকার ও আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহবান জানাচ্ছি। 

এই ব্রিফিংয়ের শুরু করেন মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস। তিনি গাজা পরিস্থিতির আলোকপাত করেন। শততম দিন অতিবাহিত হলো অথচ নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা থামেনি। অবিলম্বে তিনি মানবিক-যুদ্ধ বিরতির উদাত্ত আহ্বান জানিয়েছেন। অ্যান্তোনিয়ো গুতেরেস গাজার বেসামরিক নাগরিকদের মধ্যে নিরাপদ এবং পূর্ণ মাত্রায় সাহায্য বিতরণের সুবিধার্থে মৌলিক শর্ত প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। বিপর্যয়কর মানবিক পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here