বার্সেলোনা কিংবা বিশ্ব মঞ্চ, সবাই মুগ্ধ হয়েছে তার পায়ের জাদুতে। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা অনেক। ব্রাজিলের ফুটবল সম্পর্কে জানে কিন্তু রোনালদিনহোকে চেনে না এমন মানুষের সংখ্যাও খুব কম।
এবার বাংলাদেশে আসছেন ব্রাজিলের সেই বিশ্বকাপজয়ী ফুটবলার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে আসার কথা রোনালদিনহোর।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে করে জানিয়ে দেয়া হয়েছে রোনালদিনহোর বাংলাদেশ সফরের খবর। বাংলাদেশের স্পোর্টস এনার্জি ড্রিংকস ব্রান্ড ব্রুভানার আয়োজনে বাংলাদেশে আসছেন তিনি। ব্রুভানার পৃষ্ঠপোষকতায় আয়োজন করবে ক্রিয়েশন ওয়ার্ল্ড।
রোনালদিনহোর বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়নি।