বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে হোম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে জামাল-তপুদের হারিয়েছে ফিলিস্তিনিরা।
মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয় খেলা। প্রথমার্ধে ফিলিস্তিনকে কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ।
যোগ করা সময়ের চার মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ। মুসাবের পাস থেকে হেড নেন বদলি খেলোয়াড় ইসলাম বাতরান। বক্সের বাম প্রান্তে ফাকায় বল পেয়ে যান তেরমানিনি। ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। ১-০ গোলে লিড নেয় অতিথিরা।
খেলার বাকি সময় চেষ্টা করেও ফলাফলে পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। এই হারে টেবিলের তলানিতে থাকলো বাংলাদেশ। অন্যদিকে ফিলিস্তিনের এই জয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির কোথাও হয়তো ক্ষণিকের স্বস্তি মিলেছে। হয়তো কারো মুখে হাসি ফুটেছে।