দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে সেঞ্চুরির অনন্য কীর্তি, বাংলাদেশের একমাত্র নারী ব্যাটার হিসেবে দুইবার তিন অঙ্ক ছোঁয়ার অসামান্য অর্জন- ফারজানা হক পিংকির এতসব অসাধারণ নৈপুণ্য যদিও বিফলে গেল। দল যে জিততে পারেনি। তার শতরানে ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ। তবে প্রথম চার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে তা অনায়াসেই পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
পচেফস্ট্রুমে বুধবার (২০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের দেওয়া ২২৩ রানের লক্ষ্য ২৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ১৬৭ বলে ১১টি চারের সাহায্যে ১০২ রান করেন ফারজানা। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট রান হয়েছে ৪৪৫; নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার কোনো ম্যাচে যা সর্বোচ্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ।
ধীরস্থির ব্যাটিংয়ে এগিয়ে যান ফারজানা। ৯০ বলে পঞ্চাশ ছোঁয়ার পর রানের গতি কিছুটা বাড়ান তিনি। তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ১৬৫ বলে। ওয়ানডেতে তার দ্বিতীয় সেঞ্চুরি! বাংলাদেশের আর কোনো ব্যাটারের নেই একটিও। ২০১১ সালের নভেম্বরে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ফারজানার। এই সংস্করণে ৬১ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ৫৫ ম্যাচে তার কোনো সেঞ্চুরি ছিল না। সবশেষ ছয় ম্যাচেই করে ফেললেন দুটি, গত জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে করেন প্রথমটি।
রানের গতিতে দম দেওয়ার কাজটা করেন মূলত ফাহিমা খাতুন। ফারজানার সঙ্গে ৯৩ রানের জুটি গড়া এই মিডল অর্ডার ব্যাটার তিন চারে ৪৮ বলে খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। ফারজানা-ফাহিমার ৯৩ রানের জুটিটি নারী ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ উইকেটে সর্বোচ্চ। ভেঙে দেন রুমানা আহমেদ ও শামিমা সুলতানার আগের ৮৫ রানের জুটির রেকর্ড।
রান তাড়ায় দক্ষিণ আফ্রিকাকে দারুণ শুরু এনে দেন লরা উলভার্ট ও টাজমিন ব্রিটস। শতরানের জুটি গড়ার পথে দুই ওপেনারই করেন ফিফটি। পরপর দুই বলে তাদের বিদায় করেন রিতু মণি ও ফাহিমা। রিতুর করা ২৫তম ওভারের শেষ বলে ক্যাচ আউট হয়ে ফেরেন ৫০ রান করা ব্রিটস, ৮৪ বলের ইনিংসে এক ছক্কা ও দুটি চার মারেন তিনি। তার বিদায়ে ভাঙে ১০৬ রানের জুটি। পরের ওভারের প্রথম বলে উলভার্টকে বোল্ড করে দেন ফাহিমা; দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তিন চারে ৬৭ বলে করেন ৫৪ রান।
ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির ওখানেই শেষ। অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটিতে দলকে লক্ষ্যে পৌঁছে দেন আনেকা বশ ও সুনে লিস। ৬৩ বলে ৭টি চারে ৬৫ রানের দারুণ ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন বশ। ম্যাচ সেরাও হন তিনি। আর ৫৭ বলে ১টি চারে অপরাজিত ৪৭ রান করেন লিস। বেনোনিতে আগামী শনিবার মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২২২/৪ (শামিমা ২৮, ফারজানা ১০২, মুর্শিদা ৮, নিগার ১৩, ফাহিমা ৪৬*, সর্না ৬*; কাপ ৯-১-২১-২, খাকা ৯-০-৩৭-০, ক্লাস ৯-০-৫০-১, ডি ক্লার্ক ৭-০-৩১-০, মার্ক্স ৬-০-৪২-০, এমলাবা ১০-০-৩৫-০)
দক্ষিণ আফ্রিকা: ৪৫.১ ওভারে ২২৩/২ (উলভার্ট ৫৪, ব্রিটস ৫০, বশ ৬৫*, লিস ৪৭*; মারুফা ৫-১-২৬-০, সুলতানা ১০-০-৪১-০, নাহিদা ৯-০-৪৫-০, রাবেয়া ৮.১-০-৪৩-০, ফাহিমা ৯-০-৪৪-১, রিতু ৪-০-২৩-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ দুই ম্যাচ শেষে ১-১ সমতা
ম্যাচ সেরা: আনেকা বশ