ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলছেন তাওহিদ হৃদয়। বৃহস্পতিবার প্রাইম ব্যাংককে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচটিতে ৬ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ৯৮ রানের ইনিংস খেলেছেন হৃদয়, হয়েছেন ম্যাচসেরা।
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডানহাতি এই ব্যাটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার স্বপ্ন দেখিয়েছেন জাতীয় দলের হয়েও বিশ্বকাপ জেতার।
জাতীয় দলের আত্মবিশ্বাস কি ঘরোয়া লিগেও কাজে লাগছে? এমন প্রশ্নের উত্তরে হৃদয় বলেন, ‘আত্মবিশ্বাস বলতে আমি চেষ্টা করছি যতটুকু আমার দলের জন্য অবদান রাখা যায়। আত্মবিশ্বাসী আছি, ইতিবাচকও আছি। চেষ্টা করছি যদি আমি থিতু হই আমার দলের জন্য যতটুকু অবদান রাখা যায়। দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করি।’