বাংলাদেশের সঙ্গে সিরিজ হার মানতে পারছেন না ব্রিটিশ অধিনায়ক

0

ক্রিস জর্দানের বলে স্কয়ার ড্রাইভ খেললেন তাসকিন আহমেদ। বল বাউন্ডারি রশি স্পর্শ করার আগেই জস বাটলারের সামনে গিয়ে পেশি দেখিয়ে বীরত্বের জানান দেন নাজমুল হোসেন শান্ত। মুখে কথা নেই কিন্তু শান্তর ‘অশান্ত’ শরীরী ভাষার একটাই অর্থ- ‘তোমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পার, ঘরের মাঠে আমরাই সেরা।’

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টানা দুই টি-২০তে হারিয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ। বন্দরনগরী চট্টগ্রামে প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। রবিবার (১২ মার্চ) দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়।

নাসের বলেন, আমরা ইংল্যান্ড ক্রিকেট দল। এটা গুরুত্বপূর্ণ সফর। আমরা দেখেছি এই সিরিজটা বাংলাদেশ কীভাবে নিয়েছে। আমাদেরও একই সম্মান দেখানো উচিত ছিল। আমাদের স্কোয়াডে আদর্শ ভারসাম্য ছিল না।

বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে পিএসএল খেলতে পাকিস্তান চলে যান জেসন রয়। সেখানে আগে থেকেই ছিলেন স্যাম বিলিংস, আলেক্স হেলসরা। এসব খেলোয়াড়দের আগেই ছুটি দেওয়ায় এই সিরিজে রাখা সম্ভব ছিল না। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর ছুটিতে আছেন হ্যারি ব্রুকও। চোটে থাকায় অনেকদিন ধরে নেই লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো।

নাসের তবু মনে করেন ১৮টি কাউন্টি থেকে একজন ব্যাটার তো ঠিকই পাঠানো যেট। তিনি বলেন, মানছি নির্বাচকদের একাধিক বিষয় মাথায় রেখে কঠিন কাজ ছিল। অ্যাশেজের মতো সিরিজ সামনে আসছে, এজন্য তারা টেস্ট খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছে। সাদা বলের খেলোয়াড়দের টেস্টে রেখেছে। কয়েকজন চোটে আছে। কাউন্টি মৌসুমও আসছে ইত্যাদি।  কিন্তু আমাদের ১৮টি কাউন্টি। আমরা যদি বাংলাদেশে একজন ব্যাটার পাঠাতে না পারি… তারা কি পোপ (অলি পোপ) বা জ্যাককে পাঠানোর কথা (ক্রলি) চিন্তা করে এসব বলে? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here