বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছেড়েছেন হাসান তিলকরত্নে। তিলকরত্নে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন।
দুই বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর এই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরই ছিল মেয়েদের কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারের শেষ অ্যাসাইনমেন্ট।
২০২২ সালের অক্টোবরে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পান তিলকরত্নে। পড়ে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারলে ভারতের মাটিতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিতলেও প্রথম ও তৃতীয়টিতে হেরে যায় টাইগ্রেসরা। ফলে বাছাই পর্বের বাধা ডিঙ্গিয়েই মূল পর্বের টিকিট কাটতে হবে তাদের।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের ইন-চার্জ হাবিবুল বাশার বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিলকরত্নে জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না।’
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, তিলকারত্নের অধীনে জাতীয় দলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিল না বিসিবি। যে কারণে চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহী ছিল না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বরং বিকল্প খোঁজার কথা ভাবা হচ্ছিল।