অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। ওপেনিং জুটিতে ৩৭ রান যোগ করে পাকিস্তান যুবারা। তবে তাদের প্রথম উইকেট পতনের পর আর কোনো ব্যাটসম্যান বলতে গেলে দাঁড়াতে পারেনি। বাংলাদেশের বোলিং তাণ্ডবে দলীয় ৮৯ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান শিবির।
সেমিফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।