আগামী ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। সেই সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে তাদের। আর এই সিরিজের জন্য প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে বিপিএলকে বেছে নিয়েছেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের ক্যাম্পে রয়েছেন ক্যাম্ফার। তবে এখনো মাঠে নামার সুযোগ হয়নি তার। সেটা নিয়ে খুব একটা আফসোস নেই। দল ভালো করছে, টানা আট ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছে–এতেই খুশি এই আইরিশ ক্রিকেটার।
এ প্রসঙ্গে ক্যাম্ফার বললেন, ‘যখন ভালো দলে সুযোগ হয়, তখন এমনটা হতে পারে (একাদশে সুযোগ না পাওয়া)। যখন খেলোয়াড়রা ভালো খেলছে এবং দলের ভারসাম্য ঠিক আছে, তখন সুযোগ পাওয়া কঠিন।’
তিনি আরও বলেন, ‘আশা করি, আমি ম্যাচ খেলার সুযোগ পাবো। এখানে খেলার ভালো অভিজ্ঞতা আছে আমার। এখানকার পরিবেশ সত্যিই খুব ভালো যা আমি খুব উপভোগ করছি ও কঠোর পরিশ্রম করে নিজের খেলার প্রস্তুতি নিচ্ছি। যাতে আমি গ্রীষ্মে আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে আমাদের টেস্ট ম্যাচ আছে। আমি নিশ্চিত এটি আমাকে ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।’
বিপিএলে খেলার মান নিয়ে প্রশংসা ঝরেছে ক্যাম্ফারের কণ্ঠে, ‘ঢাকার উইকেট টুর্নামেন্টের আলাদা ধরন তৈরি করেছে। ঢাকার উইকেট শক্ত এবং ভালো বাউন্স করেছে এবং অনেক রানও হয়েছে। সিলেট ও চট্টগ্রামেও একই উইকেট হয়েছে।’
‘আমার মতে, এটি একটি চমকপ্রদ টুর্নামেন্ট। এখন আমার সামনে বড় সুযোগ আসছে। অনেক বিদেশি ক্রিকেটার এখানে এসেছে এবং এটি আরও ভালো হবে’-যোগ করেন ২৫ বছর বয়সি এই ক্রিকেটার।