লম্বা একটা সময় আফগানিস্তান দলের বাইরে ছিলেন মোহাম্মদ শাহজাদ। অবশেষে জাতীয় দলের দরজা খুলল তার জন্য। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে এই কিপার-ব্যাটসম্যানকে রেখেছে আফগানরা।
সিলেটে অনুষ্ঠেয় ম্যাচ দুইটির জন্য রবিবার দল ঘোষণা করে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৬ জনের দলে শাহজাদের সঙ্গে ফিরেছেন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাইও।
স্বীকৃত টি-টোয়েন্টি সবশেষ গত অগাস্টে খেলেন শাহজাদ, ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ওই আসরে ৮ ম্যাচে স্রেফ ১৮.৬২ গড়ে শাহজাদ করেন ১৪৯ রান। অনেকটা চমকের জন্ম দিয়েই দলে ফিরলেন তিনি।
জাজাইয়ের বিরতি অবশ্য এত দীর্ঘ নয়। গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও দলে ছিলেন বাঁহাতি ওপেনার। ওই সিরিজের দুই ম্যাচে স্রেফ ২৮ রান করার পর পাকিস্তান সফরে তাকে দলে রাখেনি আফগানিস্তান।
এরপর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি ২৫ বছর বয়সী ওপেনার। এক সিরিজ পরই তাকে দলে ফেরালেন আফগানিস্তানের নির্বাচকরা।
আফগানদের সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফসার জাজাই, গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, উসমান গনি।
এছাড়া টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন ওয়াফাদার মোমান্দ। গত বছরের জুলাইয়ের পর কোনো ২০ ওভারের ম্যাচ খেলেননি ২৩ বছর বয়সী মিডিয়াম পেসার। ক্যারিয়ারে ১৮ টি-টোয়েন্টি খেলে তার শিকার ১৫ উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ১৪ জুলাই। একই মাঠে দুই দিন পর হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।
আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সাদিক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ, মুজিব উর রহমান।