বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

0
বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, গণভোটে যদি ‌‘হ্যাঁ’ জয়যুক্ত করতে না পারি, ‌‌‘না’ জয়যুক্ত হয়, তাহলে এতগুলো রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে, সেটা আমরা হারাব। আগের নিয়মে ফিরে যাবো।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানি যে, আগামীতে বাংলাদেশে একটি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে, গণভোটে যাতে অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেন না হয়, অতীতের মতো আমরা দেখেছি যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে জনগণকে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে। এটা মনে করার কোনো কারণ নেই যে, এই সংস্কার অটোমেটিকলি হয়ে যাবে।

ভারতের সাথে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আসছে। যারা পাথরের ব্যবসা করে তাদের জন্য কিছু বন্ধ হয়নি। তবে ভারত ভিসা কম দেওয়ায় যাত্রী পারাপার কমেছে। নির্বাচনের পর যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় ভারতের সাথে রিলেশনটা হয়তো আরো ভালো হবে।

এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় নৌপরিবহন উপদেষ্টা পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘হ্যাঁ’ ভোট বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here