জাপানের কাছে গুনে গুনে দুই হালি গোল খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান গেমসের ম্যাচে জাপানি মেয়েদের কাছে ৮-০ গোলে হেরেছে সাবিনারা।
ওয়েংজু অলিম্পিক স্পোর্টস স্টেডিয়ামে জাপানের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। চার গোল খেয়ে বিরতীতে গিয়েছিল সাবিনারা। বিবরতী থেকে ফিরে দ্বিতীয়ার্ধে খেয়েছে আরো চাল গোল।
জাপানের হয়ে জোড়া গোল করেছেন মোয়েকো তানিগাওয়া, রেমিনা চিবা, কোতোনো সাকাকিহারা। একটি করে গোল ইউশু শিওইয়োয়ে, মায়া হিজিকাতার।
তবে বাংলােদেশের একটা স্বান্তনাও আছে একই দিনে মঙ্গোলিয়াকে ১৬-০ গোলে হারিয়েছে চীন। এশিয়াডে বাংলাদেশ নারী ফুটবল দলের দ্বিতীয় ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে, ২৫ সেপ্টেম্বর।