বাংলাদেশের কাছে ভারতের হার লজ্জাজনক : শোয়েব আখতার

0

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ভারত। নিয়মরক্ষার এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেও ৬ রানে হারতে হয়েছে রোহিত-কোহলিদের। তবে ভারত আগেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

তবে নিয়মরক্ষার হোক আর যা-ই হোক, বাংলাদেশের কাছে ভারতের পরাজয়কে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

ভারতের এই হারে পাকিস্তানিরা খুশি হবেন বলেও মন্তব্য করেছেন তিনি। শোয়েব বলেন, বাংলাদেশ ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here