বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন আতিফ আসলাম

0
বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন আতিফ আসলাম

ঢাকায় পরপর কনসার্ট বাতিলের ধারাবাহিকতায় এবার স্থগিত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রত্যাশিত অনুষ্ঠানও। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে তার পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি—১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক ও ম্যানেজমেন্ট প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ আনুষ্ঠানিকতার সবকিছু সম্পন্ন করতে পারেনি।”

এবারের আয়োজন করছিল ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’। তবে কনসার্ট বাতিলের বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

বিভিন্ন সূত্র জানিয়েছে, আয়োজকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও নিরাপত্তা-ঝুঁকি বিবেচনায় সরকারের অনুমতি শেষ পর্যন্ত মেলেনি। কিছু প্রয়োজনীয় নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here