‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’র উদ্যোগে ইফতার মাহফিল

0

মালয়েশিয়ায় বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট) -এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী কুয়ালামাপুরের ক্যাফে স্টার কাবাবে এ আয়োজন করা হয়।

বিডিএক্সপ্যাট এর এক্সিকিউটিভ ড. মোহাম্মদ আলী তারেকের শুভেচ্ছা বক্তব্যে এর মধ্য দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর আলোচনা করেন প্রখ্যাত গবেষক  সানওয়ে বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক সাইদুর রহমান।

এছাড়া বিডিএক্সপ্যাট এর এক্সিকিউটিভদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. তানিয়া ইসলাম, ড. লুবনা আলম, অসীম সাহা রায় ও আশা হোসেন। ইফতার মাহফিলে মালয়েশিয়া কর্মরত ১১০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরচালনা করেন আইকিউআই গ্লোবালে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত মো. আমান উল্লাহ।

উল্লেখ্য, বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট) মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রফেসনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রফেসনালদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here