বাংলাদেশসহ ১৫০ দেশের ৫০ সহস্রাধিক রানারের অংশগ্রহণে নিউইয়র্ক ম্যারাথন রবিবার

0

বাংলাদেশসহ ১৫০ দেশের ৫০ হাজারের অধিক রানারের অংশগ্রহণে নিউইয়র্কে ৫২তম ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে ৫ নভেম্বর রবিবার।

২৬.২ মাইল দীর্ঘ এই ম্যারাথন নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ড থেকে শুরু হয়ে ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কস হয়ে ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে শেষ হবে। গত বছরের ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছিলেন কেনিয়ার ইভান্স সেবেট, তার সময় লেগেছিল ২ ঘণ্টা ৮ মিনিট ৪১ সেকেন্ড। 

উল্লেখ্য, এটি হচ্ছে বিশ্বে বৃহত্তম ম্যারাথন এবং সবচেয়ে বেশি দেশের মানুষ এতে অংশ নেয় প্রতিবছরই। আয়োজন করছে ‘নিউইয়র্ক রোড রানারস’ নামক একটি অলাভজনক সংস্থা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here