বাঁধনের ‘মাস্টার’ যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে

0
বাঁধনের ‘মাস্টার’ যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে

সম্প্রতি ওজন কমিয়ে আরও আবারও নতুন করে দর্শকদের নজর কেড়েছেন আজমেরী হক বাঁধন। নতুন করে যুক্ত হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ শিরোনামের একটি সিনেমায়। সেখানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, জাকিয়া বারী মমসহ একাধিক জনপ্রিয় তারকা সাথে দেখা যাবে তাকে। 

এরই মধ্যে ‘মাস্টার’ শিরোনামের একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এটি দেশ-বিদেশের নানা উৎসবে অংশ নিতে প্রস্তুত। ছবির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই জানিয়েছেন এই কথা। তিনি জানান, সিনেমাটি প্রথমে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসব পর্ব শেষ হলে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বছরের এপ্রিল মাসে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার শুটিং সম্পন্ন হয়। এরপর শুটিং পরবর্তী কাজের অনেকটাই দক্ষিণ কোরিয়ায় হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা যুক্ত ছিলেন কাজটির সঙ্গে। ‘মাস্টার’ একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা। গল্পের কেন্দ্রবিন্দুতে একটি উপজেলার স্থানীয় রাজনীতি। সিনেমার অন্যতম আকর্ষণ তার চরিত্রায়ন। এতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেখা যাবে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here