বসুন্ধরা কিংসের গোল উৎসব মোহামেডানের হার

0

প্রায় ৩৫ বছর পর ফকিরেরপুলের কাছে আরও একবার হারল ঐতিহ্যবাহী মোহামেডান। টানা আট ম্যাচে অপরাজিত সাদাকালো শিবিরকে গতকাল ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ফুটবল লিগে অঘটনের জন্ম দিয়েছে প্রতিবেশী ফকিরেরপুল। যদিও এই হারে প্রথম পর্বে শীর্ষে থেকে শেষ করেছে আলফাজের দলটি। একই দিন গোল উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়নরা ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। একই দিন হার দিয়ে প্রথম পর্ব শেষ করেছে আরেক শক্তিশালী দল রহমতগঞ্জ। পুরনো ঢাকার দলটিকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব আজ শেষ হবে আবাহনী-ফর্টিস এবং চট্টগ্রাম আবাহনী-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ দিয়ে।

টানা পাঁচ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চলতি মৌসুমে ঠিক ছন্দে নেই। উত্থান-পতনের মধ্য দিয়ে চলছে। হার-জিতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে মতিঝিল পাড়ার দল ওয়ান্ডারার্সকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল। প্রথমার্ধে ৩ গোল এবং দ্বিতীয়ার্ধে ২ গোল করে বড় জয়ে প্রথম পর্ব শেষ করেছে। বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচে প্রথম গোল করে ১১ মিনিটে। দামাশেনোর পাস বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে ব্যবধান ১-০ করেন ফার্নান্দেজ। ২৯ মিনিট ব্যবধান ২-০ করে বর্তমান চ্যাম্পিয়নরা। রাকিব হোসেনের বাড়ানো ক্রস হেডে গোল করেন সোহেল রানা। ৩৮ মিনিটে ৩-০ করে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের গোল উৎসব মোহামেডানের হারসোহেল রানার কর্নারে বল ধরেন মজিবুর রহমান জনি। এরপর জনি চিপ করেন। ডি বক্সে দাঁড়ানো তপু বর্মণ প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের ফাঁক গলিয়ে গোল করেন। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ডাবল হ্যাটট্রিক শিরোপা জয়ের টার্গেটে খেলা কিংস। ৬৬ মিনিটে ম্যাচে ব্যবধান ৪-০ করেন রাকিব হোসেন। লিগে রাকিবের এটি পঞ্চম গোল। ৭৫ মিনিটে ৫-০তে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মিগুয়েল ফিগুইয়েরা। এ জয়ে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে বসুন্ধরা কিংস। একই দিন পুরান ঢাকার দল রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি। এ হারে রহমতগঞ্জ ৯ ম্যাচে ১৫ পয়েন্ট টেবিলের চারে নেমে এসেছে। ছয়ে থাকা পুলিশের পয়েন্ট ১০। ম্যাচে পুলিশের পক্ষে ৩৬ ও ৬৮ মিনিটে গোল দুটি করেন মোহাম্মদ আল আমিন। রহমতগঞ্জের পক্ষে গোল ব্যবধান কমান মাঁমোদ ওশি।

ফেডারেশন কাপ থেকে ছিটকে পড়েছে মোহামেডান। এখন সাদাকালো শিবির খেলছে প্রিমিয়ার লিগে প্রথম শিরোপা জয়ের টার্গেটে। প্রিমিয়ার লিগ চালুর পর এখন পর্য়ন্ত শিরোপা জিততে পারেনি দলটি। আলফাজের কোচিংয়ে সোলেমান দিয়াবাতেরা দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলছে প্রিমিয়ার ফুটবলে। টানা আট জয়ে প্রথম পর্বে ধরাছোঁয়ার বাইরে নিজেদের ঠাঁই দেয় মোহামেডান। গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় প্রতিবেশী ফকিরেরপুলের বিরুদ্ধে। দলটির কাছে ১৯৯০ সালে সর্বশেষ হেরেছিল ২-১ গোলে। এরপর কখনোই হারেনি। সেই দলের কাছে ৩৫ বছর পর হারল। ম্যাচের একমাত্র গোলটি হয় দ্বিতীয়ার্ধে। গোলটি করেন ফকিরেরপুলের উজবেক মিডফিল্ডার সার্দোর জাহোনোভ। আকবির তুরায়েভের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির শট নেন উজবেকিস্তানের মিডফিল্ডার জাহোনোভ। তার শট লাফিয়েও নাগাল পাননি মোহামেডানের গোলরক্ষক সুজন। ম্যাচে মোহামেডান বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফকিরেরপুল। হেরে মোহামেডানের পয়েন্ট ৯ ম্যাচে ৮ জয়ে ২৪। ফকিরেরপুলের পয়েন্ট ৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here