বসুন্ধরা ইনডোর টেনিস কোর্টে দুই দিনব্যাপী চাইনিজ ব্যাডমিন্টন উৎসব

0
বসুন্ধরা ইনডোর টেনিস কোর্টে দুই দিনব্যাপী চাইনিজ ব্যাডমিন্টন উৎসব

বসুন্ধরা ইনডোর টেনিস কোর্টে শুরু হয়েছে চাইনিজ অ্যাম্বাসি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। চাইনিজ এন্টারপ্রাইজ এসোসিয়েশন ইন বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতা ২১ নভেম্বর শুক্রবার সকালে উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

বিভিন্ন ক্যাটাগরিতে মোট চারটি গ্রুপে অংশ নিয়েছেন চাইনিজ এন্টারপ্রাইজ এসোসিয়েশন ইন বাংলাদেশের সদস্য ও প্রতিনিধিরা। নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই আয়োজন।

২০১৮ সালে প্রথমবার আয়োজন করা হয় এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এ বছর অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ আসর। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে বসুন্ধরার ইনডোর টেনিস কোর্ট। ভেন্যুটির আধুনিক সুবিধা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

শুক্রবার সকাল ৯টায় বসুন্ধরা ইনডোর টেনিস কোর্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইএবির সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এবং টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here