বসন্ত এলো, শীত গেলো না

0

ঋতু চক্রের পথ পরিক্রমায় প্রকৃতি থেকে শীত ঋতু বিদায় নিয়েছে। চলছে বসন্তের বন্দনা। তবু প্রকৃতি থেকে এখনও বিদায় নেয়নি শীত। 

রংপুরসহ আশপাশ এলাকায় এখনও কুয়াশায় ঢাকা থাকছে। দিনে কিছুটা উত্তাপ থাকলেও সন্ধ্যার পরে রীতিমত সকলেই গরম জামা-কাপড় পরছে। এখনও ঘরে ঘরে চলছে লেপ- কম্বলের ব্যবহার। প্রকৃতির এমন আচরণ রংপুরবাসী অনেক দিন দেখেনি। তবে আবহাওয়া অফিস বলছে খুব দ্রুতই শীতের আমেজ কেটে যাবে। 

জানুয়ারিতে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল ৭দিন। টানা ৮দিন সূর্যের মুখ দেখা যায়নি। এখন সূর্যের মুখ দেখা গেলেও বসন্তে ঋতুর ছিটেফোটা নেই প্রকৃতিতে।

প্রবীণরা বলেন, ফাল্গুন মাসে এমন আবহাওয়া সাধারণত দেখা যায় না। ফাগুনের শুরুতেই পশ্চিমা বাতাসের সাথে সাথে প্রকৃতি উত্তপ্ত হতে থাকে। এবার পশ্চিমা বাতাসের দেখা নেই। প্রকৃতি যেন চলার পথে খেই হারিয়ে ফেলছে।

আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহের তুলনায় তাপমাত্রা বাড়লেও সেই হারে বাড়েনি উষ্ণতা। 

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, আর কয়দিন পরেই শীতের রেশ কেটে যাবে। পশ্চিমা বাতাসের সাথে সাথে তাপমাত্রাও বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here