বশেমুরবিপ্রবির ডেপুটি কন্ট্রোলার তিনদিন ধরে নিখোঁজের অভিযোগ

0

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল (৫০) তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী মৌ গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (নং-১২২১, তাং-২৭.০৬.২০২৩)।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি জেলা শহরের পাচুড়িয়া এলাকার বাসা থেকে ২৬ জুন বিকালে বেরিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমরা সম্ভাব্য স্থানগুলোতে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কিউ এম মাহবুব জানিয়েছেন, তাকে কেউ এই ঘটনা জানায়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here