অধিকতর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে মাস্টার্স অব সায়েন্স (এমএস) কোর্স চালুকরণ বিষয়ে একটি কর্মশালা বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও কর্মশালার সভাপতি প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান কর্তৃক সঞ্চালিত ও পরিসংখ্যান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ড. মোঃ ইসমাইল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মুজিবুর রহমান, আইইউবিএটির পরিসংখ্যান বিভাগের প্রফেসর ও কোর্স সমন্বয়ক ড. খন্দকার সাইফুদ্দিনসহ বশেমুরকৃবির সকল একাডেমিক কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় কোর্সটি কীভাবে সমন্বয় করা হবে এবং এর উদ্দেশ্যসহ কোর্সটির একটি রিভিউ তুলে ধরেন বশেমুরকৃবির পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ নাজমুল হাসান।